Alexa পরীক্ষা যুদ্ধে প্রস্তুতি (৯২) 

পরীক্ষা যুদ্ধে প্রস্তুতি (৯২) 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৪ ১৮ জুলাই ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অনেকখানি। চলুন একনজরে দেখে নিই মানবদেহ  বিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তরঃ

  
★ মানবদেহ বিষয়ক প্রশ্নোত্তর ( পর্ব-৫)★

 

১. কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ?

= HCl

২. লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?

= গ্রোথ হরমোন

৩. জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?

= অক্সিটোসিন

৪. রক্ত কি ধরনের কলা ?

= যোজক কলা

৫. স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?

= এক্সেন

৬. প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?

= অক্সিজেন মিশ্রিত

৭. রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?

= শিরায়

৮. মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি ?

= যকৃত

৯. মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ?

= ফিমার

১০. কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ?

= পিটুইটারি

১১. শোসনের সময় দেহ হতে কি নির্গত হয় ?

= কার্বন – ডাই -অক্সাইড

১২. শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি ?

= টেস্টোস্টেরন

১৩. মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?

= দেহ কোষে

১৪. রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত ?

= ৫০০ : ১

১৫. রক্ত জমাট বাধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে ?

= সিরাম

১৬. মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি ?

= উরুর অস্থি

১৭. অনুচক্রিকার কাজ কি ?

= রক্ত জমাট বাধায়

১৮. লিউকোমিয়া রোগের কারণ কি ?

= রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া

১৯. দেহের শক্তির প্রধান মাধ্যম কি ?

= শ্বসন

২০. দেহে মেলানিনের প্রধান কাজ কি ?

= সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা

ডেইলি বাংলাদেশ/এমএইচ