Alexa পরীক্ষা যুদ্ধে প্রস্তুতি (৭৬) 

পরীক্ষা যুদ্ধে প্রস্তুতি (৭৬) 

মোঃ আবু হানিফ    ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২৪ ১২ জুন ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অনেকখানি। চলুন একনজরে দেখে নিই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানঃ

১. ঢাকার বাহিরে প্রথম টেষ্টটিউব শিশুর জন্ম হয় কোথায়?

উত্তরঃ কুমিল্লা।

২. ঘূর্ণিঝড় "ফণী" নামকরণ করে কোন দেশ?

উত্তরঃ বাংলাদেশ।  

৩. ছয় দফা দাবী প্রথম কোথায় উত্থাপন করা হয়? 

উত্তরঃ লাহোরে।

৪. মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর ছিল? 

উত্তরঃ ১১টি সেক্টর।

৫. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? 

উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী।

৬. মুজিব নগর কোথায় অবস্থিত? 

উত্তরঃ মেহেরপুর।

৭. বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জেলা অবস্থিত?

উত্তরঃ পঞ্চগড়।

৮. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? 

উত্তরঃ সেন্টমার্টিন।

৯. বাংলাদেশ কে প্রথম স্বীকৃতি কারী দেশ কোনটি?

উত্তরঃ ভারত।

১০. বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭৩ সালে।

১১. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? 

উত্তরঃ রাজশাহী।

১২. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউবে মা হন? 

উত্তরঃ ফিরোজা বেগম।

১৩. ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মুগল সুবেদার কে ছিলেন? 

উত্তরঃ ইসলাম খান।

১৪. "সূর্য্যদীঘল বাড়ী" চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
 
উত্তরঃ শেখ নিয়ামত শাকের।

১৫. বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঈশ্বরদী।

১৬. মানবাধিকার দিবস পালিত হয় কবে? 

উত্তরঃ ১০ ডিসেম্বর।

১৭. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 

উত্তরঃ ৫ বছর।

১৮. বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে? 

উত্তরঃ ২০০০ সালে।

১৯. বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?

উত্তরঃ বগুড়া।

২০. "সাবমেরিন কেবল" প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?

উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ।

ডেইলি বাংলাদেশ/এমএইচ