Alexa পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:১৭ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। 

শুক্রবার বিকেলে উপজেলার ভোমরাদহ ইউপির গাজীপাড়ায় নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে দবিরুল ইসলাম সাজু। 

ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক জানান, সলিম উদ্দীনের ছেলে দবিরুল এসএসসি পাস করে ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করতো। কয়েকদিন আগে তার ফাইনাল পরীক্ষার ফল বের হয়। এতে সে ফেল করে। নিজেকে সামলাতে না পেরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। 

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ডেইলি বাংলাদেশকে জানান, আত্মহত্যার কথা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি বাংলাদেশ/এমকে