Alexa পরীক্ষাকেন্দ্রে আর যাওয়া হলো না প্রধান শিক্ষিকা অ্যানির

পরীক্ষাকেন্দ্রে আর যাওয়া হলো না প্রধান শিক্ষিকা অ্যানির

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫০ ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ১৫:৩০ ১৭ নভেম্বর ২০১৯

অ্যানি বড়ুয়ার স্বামী। ছবি: ডেইলি বাংলাদেশ

অ্যানি বড়ুয়ার স্বামী। ছবি: ডেইলি বাংলাদেশ

কিছুক্ষণ পরই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু। পটিয়ার মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া (৩৮) পরীক্ষায় কর্তব্যপালনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে তার আর বিদ্যালয়ে যাওয়া হয়নি।

রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে গ্যাসলাইনের বিস্ফোরণে ভবন ধসের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে তিনিও একজন।

অ্যানি বড়ুয়া পটিয়ার উনাইনপুরা গ্রামের পলাশ বড়ুয়ার স্ত্রী। স্বামী ও দুই ছেলে অভিষেক-অভিজিৎকে নিয়ে পাথরঘাটায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

পলাশ বড়ুয়া জানান, সকালে পিইসি পরীক্ষায় কর্তব্যপালনের জন্য বের হয়েছিল অ্যানি। ব্রিকফিল্ড রোডে সহকর্মী তার জন্য অপেক্ষা করছিলেন। বাসার একটু সামনেই গ্যাসলাইনের বিস্ফোরণ ঘটলে সড়কে থাকা অবস্থায় দেয়ালের নিচে চাপা পড়ে।

এ ঘটনায় দগ্ধসহ আহত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম অবস্থায় ৫ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরো দুজনের মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/জেডআর