পবিপ্রবির সাত শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
পবিপ্রবি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:২৮ ২৬ ফেব্রুয়ারি ২০২০

একসঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে তাদের এই স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখার থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থী ২০১৮ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করেছে তাদের নামের তালিকা ইউজিসির কার্যালয়ে পাঠানো হয়। পরবর্তীতে এ সাতজনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করে ইউজিসি কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন কৃষি অনুষদের হাবিবা জান্নাত মীম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মো. আতিকুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রান্ত সাহা, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের মো. আল ইমরান, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শ্রাবণী সরকার, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের শারমিন আক্তার ও এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শম্পা রানী।
ডেইলি বাংলাদেশ/জেডএম