Alexa বসল ২২তম স্প্যান: পদ্মাসেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

বসল ২২তম স্প্যান: পদ্মাসেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:১৩ ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ১২:৩৯ ২৩ জানুয়ারি ২০২০

পদ্মাসেতুতে ২২তম স্প্যান বসানো হয়েছে। বৃহস্পতিবার স্থায়ীভাবে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিলারে বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর তিন হাজার ৩০০ মিটার। ২১তম স্প্যান বসানোর আট দিনের মাথায় বসানো হলো ২২তম স্প্যানটি। 

বৃহস্পতিবার সকাল ৮টায় মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে নিয়ে আসে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন 'তিয়ান-ই'। 

পদ্মাসেতুর প্রকৌশল সূত্রে জানা গেছে, পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ বাকি আছে ৬টি পিলারের। এগুলো হলো- ৮, ১০, ১১, ২৬, ২৭, ২৯ নম্বর পিলার। সেতুর ৮, ২৯ নম্বর পিলারের কাজ প্রায় শেষের দিকে। পিয়ার হেডের কাজ শুরুর প্রস্তুতি চলছে। ১১ নম্বর পিলারের পাইল ক্যাপ সম্পন্ন হয়েছে। ১০ নম্বর পিলারের প্রথম লেয়ারের পাইল ক্যাপ শেষ হয়েছে। সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের নিচের ধাপের কংক্রিটিং শেষ বাকি আছে উপরের ধাপের কংক্রিটিং। 

ডেইলি বাংলাদেশ/আরএ/এসএএম