‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হলেন জহির খান
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:১৫ ২৬ জানুয়ারি ২০২০

জহির খান
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। রোববার তাকে এই সম্মানে ভূষিত করে ভারত সরকার।
২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানান জহির খান। ভারতের সর্বকালের সেরা পেসারদের অন্যতম তিনি। ২০১১ সালের বিশ্বকাপজয়ী এ বাঁ-হাতি পেসার বিশ্বকাপে যৌথভাবে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী।
সাদা পোশাকের ক্রিকেটে ৩১১ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী পেসার তিনি। তার সমানে আছেন শুধুমাত্র কপিল দেব। ওয়ানডে ক্রিকেটে ২৮২ উইকেট নিয়ে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।
২০০০ সালে ভারতের হয়ে অভিষেক হয় জহির খানের। ১৫ বছরের ক্যারিয়ারে ভারতের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বোলিং আক্রমণের মূল অস্ত্র ছিলেন তিনি।
ডেইলি বাংলাদেশ/এম