Alexa পথ ভুলে সুনামগঞ্জের শিশু সান্তাহারে

পথ ভুলে সুনামগঞ্জের শিশু সান্তাহারে

নওগাঁ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:২৯ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জ থেকে পথ ভুলে বগুড়ার সান্তাহারে চলে এসেছে শিশু একরাম হোসেন। পরে তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

একরাম হোসেন সুনামগঞ্জের আটগ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ভোরে তাকে সান্তাহার রেলস্টেশনে পাওয়া যায়।

শুক্রবার দুপুরে সান্তাহার ফাঁড়িতে শিশুটিকে স্বজনদের হাতে তুলে দেন এসআই আবদুল ওয়াদুদ।

এসআই আবদুল ওয়াদুদ জানান, শিশু একরামের কাছ থেকে বাবার নাম ও ঠিকানা জেনে আটগ্রাম থানায় যোগাযোগ করা হয়। সেখানে তার বাবা-মা জানান, নওগাঁ সদরে তাদের স্বজনরা থাকেন। পরে তাদের ডেকে এনে একরামকে ফিরিয়ে দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর