Alexa পত্নীতলায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা

পত্নীতলায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৩ ৩০ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর পত্নীতলায় ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে প্রস্তুতিমূলক সভা হয়েছে। 

মঙ্গলবার সকালে ইউএনও শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ও আব্দুল আহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, নজিপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, কাজী তারা ও মজিবর রহমান, থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, পত্নীতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়াদুদ হোসেনসহ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics