Alexa পটুয়াখালীতে বিনামূল্যে তিনদিনের চক্ষু ক্যাম্প

পটুয়াখালীতে বিনামূল্যে তিনদিনের চক্ষু ক্যাম্প

পটুয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:০১ ৭ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীতে পাঁচ শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা দেয়ার লক্ষ্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজারের ওয়ার্ড সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ে এর আয়োজন করা হয়।

পিকেএসএফ’র সহযোগিতায় পটুয়াখালী পল্লী প্রগতি সমিতির উদ্যোগে এর উদ্বোধন করেন জৈনকাঠি ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আলম।

পল্লী প্রগতি সমিতির প্রধান সমন্বয়কারী মো. এনায়েত মামুন জানান, প্রথম দিন বিভিন্ন চক্ষু রোগে আক্রান্ত চার শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া দেড় শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। ওষুধ ও রোগীর যাবতীয় খরচ আয়োজকরা বহন করবেও বলে জানান তিনি।

বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ফজলে রাব্বীসহ কয়েকজন চিকিৎসক এ সেবা দিচ্ছেন। এ সময় বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতালের অর্গানাইজার মো. মনির উদ্দিন, সাবেক স্বাস্থ্য পরিদর্শক মো. মোখলেছুর রহমান অংশ নেন।

ডেইলি বাংলাদেশ/এমআর