Alexa পঞ্চমবারের মতো রেঞ্জ সেরা এসপি হারুন

পঞ্চমবারের মতো রেঞ্জ সেরা এসপি হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫১ ১১ জুলাই ২০১৯   আপডেট: ১৯:৫৩ ১১ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টানা পঞ্চমবারের মতো ঢাকা রেঞ্জের সেরা এসপি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-জুন মাসের মাসিক অপরাধ সভায় তাকে সেরা ঘোষণা করেন রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান।

এসপি হারুন অর রশিদ তিনবার বিপিএম, দুইবার পিপিএম পদক পেয়েছেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের আরো তিন কর্মকর্তা বিভিন্ন বিভাগে সেরা হয়েছেন। তারা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনামুল হক, এসআই আলমগীর হোসেন, সদর মডেল থানার এএসআই শামসুজ্জামান।

মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি রক্ষাসহ নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করায় তাদের সেরা নির্বাচিত করা হয়।

ডেইলি বাংলাদেশ/এআর