Alexa পকেটে মোবাইল বিস্ফোরণ, যুবক দগ্ধ

পকেটে মোবাইল বিস্ফোরণ, যুবক দগ্ধ

মাগুরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১০ ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ২২:৩০ ২০ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে পকেটে থাকা মোবাইল বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার ধোয়াইল বাজারে এ ঘটনা ঘটে।

দগ্ধ মুন্না ধোয়াইল গ্রামের জহুর মোল্লার ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন মুন্না বলেন, উইনম্যাক্স কোম্পানির একটি মোবাইল পকেটে রেখে ধোয়াইল বাজারে সোহেল কম্পিউটার নামে এক দোকানে বসে ছিলাম। এ সময় মোবাইলটি বিস্ফোরিত হয়। এতে আমার প্যান্ট ও পা অনেক অংশ পুড়ে গেছে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, মোবাইল বিস্ফোরিত হওয়ার পর স্থানীয়রা দগ্ধ মুন্নাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ডেইলি বাংলাদেশ/এমআর