Alexa নড়াইলে হানাদারমুক্ত দিবস পালিত

নড়াইলে হানাদারমুক্ত দিবস পালিত

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৫৪ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো- জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের রূহের শান্তি কামনায় মোনাজাত, র‌্যালি, আলোচনা সভা, থিম থিয়েটার।

মঙ্গলবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন গণকবরে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর নড়াইল প্রেস ক্লাবের সামনে থেকে র‌্যালি, জেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, চিত্রা নদীর পাড়ের বধ্যভূমি ও শিল্পকলা একাডেমি চত্বরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন নড়াইলের এডিসি (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, এডিসি (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, এডিশনাল এসপি মো. জাহিদ হাসান, এডিশনাল এসপি মো. মাসুদ রানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা।

ডেইলি বাংলাদেশ/এআর