Alexa নড়াইলে শেষ হলো সুলতান মেলা

নড়াইলে শেষ হলো সুলতান মেলা

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৬:০৪ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

নড়াইলে ১২দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৬ জানুয়ারি হতে সুলতান মঞ্চ চত্বরে মেলা শুরু হয়।

এ বছর এসএম সুলতান স্বর্ণপদকের জন্য মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারী অধ্যাপক ড. ফরিদা জামান। সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

সমাপনী অনুষ্ঠানে নড়াইলের ডিসি আনজুমান আরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, এসপি মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল সরকারি ভিক্টোলিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত ডিসি (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ প্রমুখ।

এবারের মেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপী সুলতান মেলায় গ্রামীণ খেলাধুলা, শিল্পীর কর্মময় জীবনের ওপর সেমিনার, চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। দেশ-বিদেশের শিল্পীদের আগমনে সুলতান মেলাকে ঘিরে যেন মিলন মেলায় পরিণত হয়। 

 

ডেইলি বাংলাদেশ/জেডআর