Alexa নড়াইলে চার হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট

বুলবুলের তাণ্ডব

নড়াইলে চার হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:২৯ ১১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে তিন হাজার ৮৪৫ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে শতাধিক বাড়ি, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।

বুলবুলের প্রভাবে নড়াইলে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ঝড় হয়। এতে কালিয়া পৌরসভা, উপজেলার সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, পহরডাঙ্গা, জয়নগর ও খাশিয়ালসহ আশপাশের ইউপিতে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, রোপা আমন এক হাজার ৭১০ হেক্টর, সরিষা ১৮০ হেক্টর, খেশারি ৭৫০ হেক্টর, মুশুর একশ হেক্টর, মুগ ডাল ৫০ হেক্টর, মাশকলাই ২০ হেক্টর, এক হাজার ৩৫ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক চিন্ময় রায় জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। তাদের পর্যাপ্ত সহায়তা দেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর