Alexa নড়াইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নড়াইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ১৯:২৭ ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ১৯:২৭ ১০ অক্টোবর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায়কে স্বাগত জানিয়ে বুধবার দুপুরে আনন্দ মিছিল করেছে নড়াইল আওয়ামী লীগ। 

দুপুরের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
 
অপরদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেষ হয়।

এসময় পথসভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম