Alexa ‘নৌপরিবহন সেক্টরে অভূতপূর্ব সাফল্য এনেছে সরকার’

‘নৌপরিবহন সেক্টরে অভূতপূর্ব সাফল্য এনেছে সরকার’

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫০ ১৫ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার নৌপরিবহন সেক্টরকে ঢেলে সাজিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও দূরদর্শিতায় ১০ বছরে এ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের সল্টগোলা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২০তম ও মাদারীপুর শাখার নবম ব্যাচের শিক্ষা সমাপনীতে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মেরিটাইম সেক্টরকে প্রধানমন্ত্রী যে উচ্চতায় নিয়ে গেছেন। আর কোনো সরকার তা পারেনি। শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট নিরলস কাজ করছে। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করার পেছনে শিপিং সেক্টরেরও ভূমিকা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নৌ-বাণিজ্য দফতরের ডিজি কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ প্রমুখ।

এবার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চট্টগ্রাম ও মাদারীপুর থেকে ডেক বিভাগে একশ জন, ইঞ্জিন বিভাগে ৬৪ জন, ফিটার কাম ওয়েল্ডার বিভাগে ১৪ জন নাবিক উত্তীর্ণ হয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এআর