Alexa নোয়াখালী জিলা স্কুলে প্রাক্তন ছাত্র ফোরামের মিলনমেলা

নোয়াখালী জিলা স্কুলে প্রাক্তন ছাত্র ফোরামের মিলনমেলা

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৫:২৬ ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২৭ ১৯ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপিট নোয়াখালী জিলা স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হয়েছে। ‘আলোর স্রোতে প্রাণের মেলা’ স্লোগানে মিলনমেলার আয়োজন করে প্রাক্তন ছাত্র ফোরাম।

শনিবার সকাল থেকে প্রি বিদ্যাপিঠে হাজির হতে থাকেন প্রাক্তন ছাত্ররা। দিনব্যাপী চলে তাদের শৈশবের স্মৃতিচারণ ও পুরনো বন্ধুদের ফিরে পাওয়ার আনন্দ।

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
 
মিলনমেলা উপলক্ষে নোয়াখালী জিলা স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮৫০ সালে প্রতিষ্ঠার পর থেকেই বৃহত্তর নোয়াখালীর শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সুনাম ধরে রেখেছে নোয়াখালী জিলা স্কুল।

ডেইলি বাংলাদেশ/এআর