Alexa নোয়াখালীতে ২০ লাখ টাকার মালামাল লুট

নোয়াখালীতে ২০ লাখ টাকার মালামাল লুট

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩৮ ১৮ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউপির পূর্ব কাবিলপুরে তিনটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শরিয়ত উল্যার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনটি দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার দোকানগুলো বন্ধ করে বাড়িতে চলে যান ব্যবসায়ীরা। শনিবার সকালে দোকান খুলতে এসে আয়ান ট্রেডার্স, নূর নবী স্টোর ও আজাদ ফার্মেসির শাটার ভাঙা দেখতে পান তারা। পরে তারা দোকানগুলোতে ঢুকে দেখেন ভেতরে কোনো মালামাল নেই।

ডাকাতদল তিনটি দোকান থেকে চা পাতা, কনডেন্স মিল্ক, গ্যাসের সিলিন্ডার, চুলা, ওষুধসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত ডাকাতদের আটক করা হবে।

ডেইলি বাংলাদেশ/আরএম