Alexa নোয়াখালীতে ছাত্রীকে গলা টিপে হত্যা, প্রেমিকসহ আটক ৫

নোয়াখালীতে ছাত্রীকে গলা টিপে হত্যা, প্রেমিকসহ আটক ৫

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৪১ ২১ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক স্কুলছাত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বান্ধবী ও প্রেমিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত তানজিনা আক্তার রিয়া উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার সন্ধ্যায় ওই গ্রামের একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা আব্দুল গফুর ও মামা মো. মিরন বলেন, সোমবার সকালে স্কুলে যায় তানজিনা। বিকেলে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির অদূরে একটি বাগানে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।

সোনাইমুড়ি থানার এসআই রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় দাগ ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার প্রাক্তন প্রেমিক হাবিব, বর্তমান প্রেমিক রাকিব, হাসান, হাবিবের বোন সুরাইয়া ও বান্ধবী ফেন্সিকে আটক করা হয়েছে।

নোয়াখালীর অ্যাডিশনাল এসপি শাহজাহান শেখ জানান, হাবিবের বোন সুরাইয়ার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি বাংলাদেশ/এমআর