Alexa নোয়াখালীতে চালু হলো দুদকের নতুন কার্যালয়

নোয়াখালীতে চালু হলো দুদকের নতুন কার্যালয়

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২২ ১৫ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে দুদকের সমন্বিত (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী) জেলা কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন দুদক কমিশনার এ.এফ.এম. আমিনুল ইসলাম। 

তিনি মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন করেন। 

নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে তিন তলা এ ভবনের নির্মাণ কাজ হয়েছে। ১৫ হাজার ২৫৯ বর্গফুট আয়তনের এ ভবন নিমার্ণে ব্যয় হয়েছে চার কোটি ১০ লাখ টাকা।
 
এ সময় উপস্থিত ছিলেন- গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী  (চট্টগ্রাম জোন) মোসলে উদ্দিন আহম্মেদ, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, নোয়াখালী ডিসি তন্ময় দাস, এসপি আলমগীর হোসেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ড. জাফর উল্যাহ, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নোয়াখালী সমন্বিত দুর্নীতি দমন বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ জেলা পর্যায়ের সব কর্মকর্তারা। 

ডেইলি বাংলাদেশ/আরএম