Alexa নোয়াখালীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৫৪ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউপি থেকে এক হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে চরকিং ৩ নম্বর ওয়ার্ড উত্তর ঘামছাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামশেদ ওই গ্রামের আছিউল হকের ছেলে।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী জামশেদের বাড়িতে অভিযান চালিয়ে ১০৩টি ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস