Alexa নোয়াখালীতে হামলায় দুই আওয়ামী লীগ নেতা আহত

নোয়াখালীতে হামলায় দুই আওয়ামী লীগ নেতা আহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৬ ৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১২:২৬ ৮ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদরের আন্ডার চর ইউপিতে শুক্রবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের দুই নেতা আহত হয়েছে।

আহতরা হলেন- ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন ও ইউপির ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম ।

আন্ডার চর ইউপির চেয়ারম্যান আলী হায়দার বকশী জানান, মো. সাহাব উদ্দিন ও মো. সেলিম স্থানীয় চৌকিদার হাট বাজারে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় ইউপির বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লার বাড়িতে বিএনপি'র উঠোন বৈঠক থেকে উঠে কয়েকজন সাহাব উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়।

পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, এ ঘটনায় জড়িত বিএনপির হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

 

Best Electronics
Best Electronics