Alexa নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২৩:১৭ ৬ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালী সদরের মাইজদীতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম নিজামী মাইজদী শহরের অ্যাডভোকেট একেএম নুরুল হুদার ছেলে। 

স্থানীয়রা জানায়, রাতে বাসস্ট্যান্ডের প্রধান সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নজরুল ইসলাম। ওই সময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর