Alexa নেট দুনিয়া কাঁপাচ্ছে কে এই নেসেমানি? 

নেট দুনিয়া কাঁপাচ্ছে কে এই নেসেমানি? 

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৩৮ ৩১ মে ২০১৯   আপডেট: ১৬:৪২ ৩১ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেসেমানির জন্য প্রার্থনা বা PrayForNeasamani- এই ছিল বুধবারের সেরা টুইটার ট্রেন্ডগুলির মধ্যে অন্যতম। সারাবিশ্বে টুইট হয়েছে এই নেসেমানিকে নিয়ে। প্রতি টুইটের বার্তা একই- সুস্থ হয়ে উঠুন নেসেমানি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কে এই নেসেমানি? 

২০০১-এ হিট তামিল ছবি 'ফ্রেন্ডস'-এ কন্ট্র্যাক্টর নেসেমানি চরিত্রে অভিনয় করেছিলেন তামিল কৌতুক অভিনেতা ভদিভেলু। দক্ষিণী জগতে দুর্দান্ত হিট হয় ওই চরিত্র। বিভিন্ন তামিল আলোচনাতেও উঠে আসতে থাকে ওই নাম। কন্ট্র্যাক্টর নেসেমানি নামে বাস্তবে কেউ নেই? 
 
 প্রে ফর নেসেমানি ট্রেন্ডের পেছনে আসলে পাকিস্তানি 'হাত' রয়েছে। এক পাকিস্তানি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি হাতুড়ির ছবি পোস্ট করে প্রশ্ন করা হয়, আপনার দেশে কী বলা হয়? তামিল টুইটার ইউজাররা দ্রুত ওই ছবির সঙ্গে 'ফ্রেন্ডস' সিনেমার এক দৃশ্যের মিল খুঁজে পান। যেখানে পর্দার নেসেমানিও একই প্রশ্ন করেছিলেন। এরপরই ভাইরাল হতে শুরু। 

এরপরই টুইটারে নেসেমানি-ঝড় ওঠে। বিভিন্ন টুইটেই উঠে আসে নেসেমানি প্রসঙ্গ। মুহূর্তেই ব্যাপক ভাইরাল হয়ে যায় #PrayForNeasamani। 

ডেইলি বাংলাদেশ/এমকে