Alexa নেট দুনিয়ায় ঝড় তুলেছে রসুনের খোসা ছাড়ানোর ভিডিও

নেট দুনিয়ায় ঝড় তুলেছে রসুনের খোসা ছাড়ানোর ভিডিও

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:২৪ ২৪ জুন ২০১৯   আপডেট: ১৩:২৪ ২৪ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে সহজ উপায়ে রসুনের খোসা ছাড়ানোর একটি ভিডিও। ভিডিওটি দর্শক দেখেছে দুই কোটিরও বেশিবার।

রসুনের খোসা ছাড়ানো খুব ঝামেলার এবং এতে অনেক সময়ও অপচয় হয়। তাই রান্নাপ্রেমীদের কাছে ভিডিওটি খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

আলোচিত ভিডিওটি প্রথমে টুইটারে শেয়ার করা হয়  '@VPestilenZ’ অ্যাকাউন্ট থেকে। টুইটে লেখা হয়,  ‘অ্যাজ সামওয়ান হু মেকস আ লট অব কোরিয়ান ফুড, দিস ইজ দ্য বেস্ট মেথড ফর গেটিং গারলিক পিলড!’ অর্থাৎ যারা কোরিয়ান খাবার বেশি বেশি রাঁধতে চান, তাদের জন্য রসুনের খোসা ছাড়ানোর এটিই সবচেয়ে ভালো পদ্ধতি।

ভিডিওতে দেখা যায়, একটি রসুনের প্রতিটি কোয়ার মধ্যে ছুরি ঢুকিয়ে খুব সহজে কোয়াগুলোকে রসুনের খোসা থেকে ছাড়িয়ে নেয়া হচ্ছে। কাজটি করতে তেমন বেগ পেতে হচ্ছে না এবং খুব দ্রুত করা যাচ্ছে।

চমৎকার এ ভিডিওটির মন্তব্যে একজন লিখেছেন, ‘আমরা রসুন নিয়ে পরিশ্রম করতাম। এখন আর নয়।’

আরেকজন লিখেছেন, ‘আমি ভাবতেও পারছি না এর পেছনে আগে আমি এত সময় নষ্ট করেছি।’ 

ভিডিও দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে