Alexa নিহতদের পরিবার পাবে এক লাখ, আহতরা ১০ হাজার

ট্রেন দুর্ঘটনা

নিহতদের পরিবার পাবে এক লাখ, আহতরা ১০ হাজার

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৪ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ১৩:০৬ ১২ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা এবং আহতদের ১০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার বেলা ১১টায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

রেলপথ মন্ত্রী দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন বলেও জানান মো. শরিফুল আলম। 

এদিকে, দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী।

এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/টিআরএইচ/এমকে