Alexa নিষেধাজ্ঞার পরও বেপরোয়া ট্রাক্টর

নিষেধাজ্ঞার পরও বেপরোয়া ট্রাক্টর

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৬ ১১ ফেব্রুয়ারি ২০১৯  

আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত, জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পরও হবিগঞ্জের সড়কে দিনে অবাধে চলাচল করছে ট্রাক-ট্রাক্টর।

এতে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা, প্রাণহানির সংখ্যা। শহরের প্রধান সড়কে দিনে ভারী যানবাহন চলাচলে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট।

প্রতিমাসে জেলা আইনশৃংখলা সমন্বয় সভায় ট্রাক, ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা আরোপের কঠোর সিদ্ধান্ত হয়। মাঝে অভিযান চালিয়ে বেশ কিছু ট্রাক্টর আটকও করে প্রশাসন। কিন্তু অভিযানের ধারাবাহিকতা না থাকায় দিনে দিব্যি চলছে ইট-মাটি বহনকারী ট্রাক্টর।

হবিগঞ্জ শহরের অন্তপুরের বাসিন্দা শোয়েব ঠাকুর জানান, ট্রাক্টর যেভাবে দ্রুত গতিতে পাড়া ও শহরের প্রধান সড়ক দিয়ে চলাচল করে। এতে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। আমরা চলাচলে দুর্ভোগ পোহাচ্ছি।

সদর মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, নিষেধাজ্ঞা থাকার পরও দিনে শহরের ভেতর ট্রাক্টর চলাচল করলে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

জেলার এডিসি ফজলুল জাহিদ পাবেল বলেন, শহরের ভেতর সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কোনো ধরনের ট্রাক, ট্রাক্টর চলাচল কর্তে পারবে না। এ বিষয়ে মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দিষ্ট সময় ছাড়া ট্রাক, ট্রাক্টর চলাচল করলে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics