Alexa নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, সিপিডিকে জরিমানা

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, সিপিডিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:২৭ ১৮ আগস্ট ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ধানমন্ডির ১১ নম্বর সড়কে অবস্থিত বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি শুক্রবাদ এলাকার মীম নামে আরো একটি ভবনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

মিজানুর রহমান বলেন, অভিযানে ধানমন্ডির  ১১ নম্বর সড়কে (নতুন)  নির্মাণাধীন সিপিডির ভবনে প্রচুর লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ১০৪ নম্বর রোডে অবস্থিত মীম টাওয়ারেও একই চিত্র দেখা গেছে, ফলে দুটি ভবনকেই এ জরিমানা করা হয়। আমাদের ডেঙ্গু মশার লার্ভা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি বাংলাদেশ/ডিএম/আরএইচ