Alexa নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, চালক নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, চালক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৭ ২৬ জানুয়ারি ২০২০  

দুর্ঘটনা কবলিত ট্রাক

দুর্ঘটনা কবলিত ট্রাক

ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার ভোরে পৌরসভার ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক আলী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কমিড়াপণ্ডিত পুকুরপাড় গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

আহত আল-আমিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামের খবির মোল্লার ছেলে। তিনি কাঠের ভুসি ব্যবসায়ী।

বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান জানান, কাশিয়ানী থেকে কাঠের ভুসি বোঝাই করে ট্রাকটি বগুড়ায় যাচ্ছিল। পথে বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড়ে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। স্থানীয়রা আহত আল-আমিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ডেইলি বাংলাদেশ/এমআর