Alexa নিবন্ধন পরীক্ষায় সফল হতে হলে জেনে নিন

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি-৩৩

নিবন্ধন পরীক্ষায় সফল হতে হলে জেনে নিন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৭ ২২ আগস্ট ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। খুব বেশি সময় হাতে নেই। সুতরাং পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে সময়ের সদ্ব্যবহার করুন। আপনার প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন.....


১. পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত?

ক. ভারত মহাসাগরে 
খ. প্রশান্ত মহাসাগরে 
গ. পারস্য উপসাগরে
ঘ. জাভা দ্বীপে

২. ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায়?

ক. তুরস্কে 
খ. গ্রিসে
গ. ইটালিতে 
ঘ. স্পেনে

৩. সৌদি আরবের রাজধানীর নাম কি?

ক. জেদ্দা 
খ. মক্কা
গ. মদীনা 
ঘ. রিয়াদ

৪. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?

ক. ১৯৮৯ 
খ. ১৯৯০
গ. ১৯৯১
ঘ. ১৯৯২

৫. ‘স্ট্যাচু অফ পিস’ কোথায় অবস্থিত?

ক. নাগাসাকি 
খ. নিউইয়র্ক 
গ. টরেন্টো 
ঘ. হিরোশিমা

৬. দূরপ্রাচ্যের দেশ কোনটি?

ক. অস্ট্রেলিয়া 
খ. নিউজিল্যান্ড 
গ. সিরিয়া 
ঘ. মঙ্গলিয়া

৭. নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?

ক. পাকিস্তান 
খ. মায়ানমার
গ. ভুটান 
ঘ. নেপাল

৮. কর্মধারায় সমাসে কোন পদ প্রধান?

ক. অন্যপদ 
খ. উভয়পদ 
গ. পূর্বপদ 
ঘ. পরপদ

৯. চন্দ্রের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. চাঁদ 
খ. নিশাকর 
গ. অদ্রি 
ঘ. হিমকর

১০. ১৪৪ কোন সংখ্যার ৪০% কত?

ক. ৩৫০
খ. ২৬০
গ. ৩৬০
ঘ. ৩৭০

১১. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কি?

ক. উচ্চভূমি 
খ. নিম্নভূমি
গ. যুক্তভূমি 
ঘ. মুক্তভূমি

১২. ‘সুবিক বে’ কোথায় অবস্থিত?

ক. ফিলিপাইনে 
খ. জার্মানিতে
গ. সিঙ্গাপুরে 
ঘ. জাপানে

১৩. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?

ক. কায়রো 
খ. বাগদাদ
গ. জেরিকো 
ঘ. এথেন্স


১৪. পুত্রজায়া হলো?

ক. মালির রাজধানী 
খ. মালদ্বীপের রাজধানী
গ. মালাউইর রাজধানী 
ঘ. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী

১৫. কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?

ক. জাপান 
খ. সৌদি আরব
গ. তুরস্ক 
ঘ. ওমান

১৬. চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?

ক. চীন 
খ. বার্মা 
গ. নেপাল 
ঘ. ভারত 

১৭. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?

ক. ঢাকার 
খ. মিথিলার 
গ. নবদ্বীপের 
ঘ. বর্ধমানের 

১৮. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?

ক. দিকদর্শন 
খ. বঙ্গদর্শন 
গ. সংবাদ প্রভাকর 
ঘ. তত্ত্ববোধিনী

১৯. গ্রিক শব্দ কোনটি?

ক. তুফান 
খ. লুঙ্গি 
গ. কুসন 
ঘ. দাম

২০. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?

ক. উনিশ 
খ. কুড়ি 
গ. একুশ
ঘ. তেইশ

সঠিক উত্তর: ১.ক ২.ক ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.গ।

ডেইলি বাংলাদেশ/এমএইচ