Alexa নিজের কাঁধে গোলবার তুলে নিলেন জেমি 

নিজের কাঁধে গোলবার তুলে নিলেন জেমি 

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩৬ ১৩ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে

বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে

জেমি ডে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে এক ভালোবাসার নাম। বাংলাদেশ ফুটবল দলের এই হেড কোচ নানা সময়ে দলের প্রতি নিজের ডেডিকেশন দেখিয়ে জয় করে নিয়েছেন সবার মন। জয় করলেন আরো একবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে নিজের কাঁধে গোলবার তুলে বয়ে নিয়ে যাওয়ার ছবি। কমেন্টের মাধ্যমে ভালোবাসা তুলে ধরছেন বাংলার ফুটবলভক্তরা। 

ভারতের সঙ্গে ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন কলকাতায়। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে জাতীয় দলের জন্য অতি গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচটি অনেকটা বাঁচা-মরার মতো। ফলে জয় পেতে মরিয়া ফুটবলাররা। প্রত্যেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বেশ। এরই মাঝে দেখা গেলো নতুন দৃশ্য। দলের জন্য গোলবার নিজের কাঁধে করে বয়ে নিয়ে আসছেন জেমি ডে। 

সাধারণত অন্যদের নিয়েই অনুশীলনে সহযোগী এমন কাজগুলো করিয়ে নেন কোচেরা। তাই জেমির এমন কাজ খুব দ্রুত সাড়া ফেলে সবার মধ্যে। দলের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ হয় সবাই। 

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। 
 

ডেইলি বাংলাদেশ/আরএইচ