Alexa নিজের ইউটিউবে মেহরাবের নতুন গান প্রকাশ

নিজের ইউটিউবে মেহরাবের নতুন গান প্রকাশ

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০৬ ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৭:০৯ ১৩ অক্টোবর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

‘আকাশী রং’ শিরোনোম নতুন গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান শিল্পী মেহরাব। শোয়েব লিয়াকতের লেখা ও সুর করা গানটি শুক্রবার মুক্তি পেয়েছে মেহরাবের নিজস্ব ইউটিউব >>> http://www.youtube.com/Mehrab চ্যানেলে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মেহরাব নিজেই। 

এর আগে আর.টি.ভি মিউজিক ইউটিউব চ্যানেল থেকে এই বছর মার্চে এসেছিল ‘আমি তো শুধু ভালোবাসতেই চাই’ ও এপ্রিলে এসেছিল পহেলা বৈশাখ নিয়ে গান ‘এলোরে বৈশাখ’ শিরোনামে আরো একটি গান।

মেহরাব বলেন, ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।  আরো কিছু কাজ হাতে আছে। আরেকটু গুছিয়ে ক্রমান্বয়ে গানগুলো রিলিজ দেয়া হবে। ইউটিউব চ্যানেলে নতুন গানগুলো এখানে শুনতে পারবেন। 

জনপ্রিয়  সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের সুর ও সঙ্গীত আয়োজনে গাঙচিল ব্যানার থেকে ডুয়েট অ্যালবাম ‘আড্ডা’ ২০০৬-তে, ‘বোকা’ নামক মিক্সড অ্যালবামে একটি গান ‘রাত’ ২০০৭-তে এবং লেজার ভিশন ব্যানার থেকে ‘প্রিন্স মাহমুদের গান’ নামক মিক্সড অ্যালবাম ২০০৮-তে মেহরাব কন্ঠ দেন।

নিজের সুর ও সঙ্গীত আয়োজনে প্রথম একক অ্যালবাম ‘সাইরেন’ ও প্রকাশ পেয়েছিল ২০১০ সালে। ২০১৬-তে পার্থ মজুমদার এর সুর সঙ্গীতে ‘সঙ্গীতা’র ব্যানার থেকে তাদের ইউটিউব চ্যানেলে ‘তিনটি এক্সক্লিউসিভ’ গান রিলিজ হয় শিল্পী মেহরাবের।

ডেইলি বাংলাদেশ/এমএস