নিখোঁজের একদিন পর নদী থেকে লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৩৪ ২১ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর মো. আবদুস সালাম নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নাসিরনগর উপজেলার লঙ্গন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবদুস সালাম উপজেলার বুড়িশ্বর ইউপির শ্রীঘর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
নাসিরনগর ওসি সাজেদুর রহমান জানান, বুধবার ভোরে উপজেলার মেদির হাওরে জমিতে কাজ করতে বের হন সালাম। পরে লঙ্গন নদী সাঁতরে পার হয়ে মেদির হাওরে যাওয়ার সময় সালাম নদীতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা লঙ্গন নদীতে তার লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ সালামের বাড়ি গিয়ে তার লাশ থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ