Alexa নিখোঁজের ৭৯ দিন পর সিলেটের স্কুলছাত্র উদ্ধার

নিখোঁজের ৭৯ দিন পর সিলেটের স্কুলছাত্র উদ্ধার

সিলেট প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৪ ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:৪৭ ২৩ জানুয়ারি ২০২০

অঞ্জনাভ শ্যাম পিয়াল। ছবি: ডেইলি বাংলাদেশ

অঞ্জনাভ শ্যাম পিয়াল। ছবি: ডেইলি বাংলাদেশ

নিখোঁজের ৭৯ দিন পর নরসিংদী থেকে সিলেটের স্কুল ছাত্র অঞ্জনাভ শ্যাম পিয়ালকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নরসিংদী জেলার মনোহরদী থানার একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া পিয়াল সিলেট নগরীর চালিবন্দর এলাকার নাট্যকর্মী ও আইনজীবী অরূপ শ্যাম বাপ্পীর ছেলে। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। গত বছরের ৬ নভেম্বর তিনি বাসা থেকে বের হন।

মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ হেডকোয়ার্টার থেকে দেয়া তথ্যের ভিত্তিতে পিয়ালকে উদ্ধার করা হয়েছে। তিনি গত দুইমাস একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করছিলেন। তিনি রাগ করে বাসা থেকে বের হয়েছিলেন। 

পিয়ালের পরিবার সূত্রে জানা গেছে, এসএসসি’র প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় প্রায় দুই মাস আগে পিয়ালের বাবা-মা তাকে বকাঝকা করেন। এরপর সে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

তবে নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণার আগের দিন ৬ নভেম্বর রাতে তাকে খুঁজে পায়নি পরিবার। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় গত বছরের ৭ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করেন পিয়ালের বাবা অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী।

ডেইলি বাংলাদেশ/জেডআর