Alexa নিউজিল্যান্ডে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, আহত ২০

নিউজিল্যান্ডে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০৯ ৯ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের পর্যটকের উপস্থিতিতে একটি আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরিত হয়ে ওঠে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। এছাড়া এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

সোমবার দ্বীপের আশেপাশে প্রায় ১০০ জনকে নিয়ে এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান বলেন, এটি খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এ ঘটনায় অনেকেই আহত ও নিখোঁজ রয়েছে। তবে এখন পযর্ন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের দ্রুত চিকিৎসার প্রয়োজন বলে সেন্ট জন মেডিকেল প্রতিক্রিয়াকারীরা এক বিবৃতিতে জানিয়েছেন।

 দেশটির জিএনএস বিজ্ঞানের এক আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ব্র্যাড স্কট বলেছেন, বিস্ফোরণটি এতটাই বিশাল ছিল যে এটি প্রায় ১২,০০০ ফুট (৩,৬৬০ মিটার) পযর্ন্ত ধোঁয়া দিয়ে স্থানটিকে ঘিরে ফেলে।

হোয়াইট আইল্যান্ডটি নিউজিল্যান্ড থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০মাইল) দূরে অবস্থিত। এটি নিউজিল্যান্ড সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে অন্যতম। তা সত্ত্বেও প্রতিবছর সেখানে পর্যটকদের আনাগোনা দেখা যায় বলে দেশটির পুলিশ জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

ডেইলি বাংলাদেশ/আরএএইচ