Alexa নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমেই পুন:নির্মাণ করছেন সড়ক 

নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমেই পুন:নির্মাণ করছেন সড়ক 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৪ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:১৭ ১৮ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমে পুন:নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া। 

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লেংঙ্গুরা ইউপির গৌরীপুর থেকে তারানগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়কে স্থানীয় প্রায় শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছায় কাজ করছেন। ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার উদ্যোগে তারা কাজ করছেন।

এ প্রসঙ্গে গৌরীপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা মো. শামসুল খাঁ আক্ষেপের সুরে বলেন, স্বাধীনতার ৪৮ বছর পার হলেও কোনো সরকারই গ্রামীণ এই সড়কটি পুন:নির্মাণের উদ্যোগ নেয়নি।

এছাড়া গৌরীপুরের কলেজ পড়ুয়া মো. নুর জাহান জানান, আমাদের এ গ্রামে প্রায় দশ হাজার লোকের বসবাস। সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে আছি আমরা। সবচেয়ে বেশি সমস্যা হয় গর্ভবতী মায়েদের। ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বিভিন্ন এনজিও ও সংগঠনের সহযোগিতায় স্থানীয় প্রায় শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে গ্রামীণ এ সড়কটি পুন:নির্মাণ করছেন।

লেংঙ্গুরা ইউপি পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জানান, স্বাধীনতার ৪৮ বছর পরও গৌরীপুর থেকে তারানগর পর্যন্ত  প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়ক কেউই পুন:নির্মাণের উদ্যোগ নেয়নি। আমি আমার এলাকার জনগণের সার্বিক আন্তরিক সহযোগীতায় প্রায় ২৫০ জন নারী-পুরুষের অংশগ্রহণে প্রতিদিন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি পুন:নির্মাণের উদ্যোগ নিয়েছি।

ডেইলি বাংলাদেশ/জেডআর