নারিকেল গাছের পাতার রং পরিবর্তন, এলাকায় তোলপাড়
কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:৫৭ ১৮ মার্চ ২০২০ আপডেট: ২১:০০ ১৮ মার্চ ২০২০

সাদা রংয়ের আবরণে নারিকেল গাছের পাতা
কুমিল্লার নাঙ্গলকোটের বেশ কয়েকটি এলাকায় সন্ধ্যার পর নারিকেল গাছের পাতার রং পরিবর্তন হচ্ছে। অদ্ভুত পরিবর্তনের কারণে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। গাছের পাতা দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষরা ছুটে আসছেন।
গাছের পাতা দেখলে মনে হয় চুনের মতো সাদা আবরণ। কেউ হয়তো স্প্রে করেছে। আবার কিছু কিছু পাতায় মাকড়সা জাল বুনেছে। রং পরিবর্তন নিয়ে কৌতূহল মেটাতে একে অপরকে জিজ্ঞেস করছেন জিজ্ঞাসুরা।
উপজেলার মৌকরা ইউপির গোমকট গ্রামের বাসিন্দা হৃদয় জানান, এক বন্ধুর মাধ্যমে আমাদের নারিকেল গাছের পাতার রং পরিবর্তনের খবর পাই। প্রথমে পাত্তা দেইনি। পরে নিজের চোখে গাছের পাতার রং পরিবর্তন দেখে হতভম্ব হয়ে পড়ি। পরদিন সকালে আবারো স্বাভাবিক অবস্থায় পাতার রং দেখতে পাই। আমাদের গাছ ছাড়াও উপজেলার পিপড্ডা, রড়সাঙ্গিশ্বর, খোশারপাড় পাড় গ্রামসহ বিভিন্ন স্থানে একইভাবে রং পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে।
নাঙ্গলকোটের উপ-সহকারী কর্মকর্তা জানান, ঘটনাটি শুনেছি। গাছের পাতার রং পরিবর্তনের বিষয়টি সরাসরি না দেখলে বলতে পারব না। অনেক সময় পুষ্টিহীনতার ফলে পাতায় ভিন্ন রং দেখা যেতে পারে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ