Alexa নারায়ণগঞ্জ-নারোতো সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নারায়ণগঞ্জ-নারোতো সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৬ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জাপানের নারোতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ সিটি সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার সচিবালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারোতো সিটির মেয়র মিচিহিকো ইজোমি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকায় জাপানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার হিরোইয়োকি ইয়ামাইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ খাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সহায়তা করবে জাপাতের নারোতো সিটি। 

চুক্তি স্বাক্ষরের পর স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, এ চুক্তির মাধ্যমে পরস্পর পরস্পরকে সাহায্য করতে পারবে। সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদের বিষয়ে দুটি শহর পরস্পরের সঙ্গে বিনিময় করবে। এজন্য এ চুক্তি হয়েছে। এ চারটি ক্ষেত্রে জাপান অনেক এগিয়ে আছে। আমরা তাদের কাছ থেকে এসব ক্ষেত্রে সহায়তা পেতে পারি। তাদের কাছ থেকে প্রযুক্তি, যন্ত্রপাতিসহ বিভিন্ন সহায়তা পেতে পারি।

তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের এমন ফেন্ডশিপ চুক্তি এটাই প্রথম। একদিনে অনেক কিছু অর্জন হয়ে যাবে না। তবে সর্বাঙ্গীন উন্নয়নের পদ যাত্রায় একত্রিত হয়েছি এটা বলা যায়।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এসআই