Alexa নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৪০ ৯ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা মেগাসিটি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার ইয়াসিন কুমিল্লার দাউদকান্দি থানার পালপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় চালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার পালপাড়ার আবুল হাশেমের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, রাতে ইব্রাহিম ও হেলপার ইয়াসিন মিয়া বন্দরের কেওঢালা মেগাসিটি পেট্রলপাম্পের সামনে কাভার্ডভ্যান থামিয়ে চায়ের দোকানে চা পান করছিলেন। চা পান শেষে হেলপার ইয়াসিন কাভার্ডভ্যানের সামনে এসে দাঁড়ায়।

এ সময় অপর একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার সময় পেছন দিক দিয়ে পার্কিংয়ে রাখা কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা হেলপার ইয়াসিন আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন।

ডেইলি বাংলাদেশ/জেএস