Alexa নান্দাইলে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নান্দাইলে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:০৫ ১২ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহত আবদুর রশিদ ফকির ওই উপজেলার আচারগাঁও ইউপির সিংদই গ্রামের আবদুল জব্বার ফকিরের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় সিংদই মৃধা বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহমেদ বলেন, আবদুর রশিদ বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তার অটোরিকশা উল্টে যায়। এতে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মনসুর আরো বলেন, নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি না হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর