Alexa নান্দাইলে অটোচাপায় শিশু নিহত

নান্দাইলে অটোচাপায় শিশু নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১০ ১৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে নান্দাইল চৌরাস্তা-তাড়াইল আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সোহানা আক্তার ওই উপজেলার রাজগাতী ইউপির খালপাড়ের সুমন মিয়ার মেয়ে।

নান্দাইল মডেল থানার এসআই লিটন মিয়া জানান, নান্দাইল-তাড়াইল সড়ক পার হওয়ার সময় ওই শিশুকে একটি অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পরিবারের কেউ অভিযোগ করেনি। রাজগাতী ইউপি চেয়ারম্যান রুকনউদ্দীনের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর