Alexa নানিকে নিজ হাতে হত্যা করে যে নাটক সাজাল ফাহিম

নানিকে নিজ হাতে হত্যা করে যে নাটক সাজাল ফাহিম

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩৯ ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৬:২২ ৩০ সেপ্টেম্বর ২০১৯

ফাহিম। ছবি: সংগৃহীত

ফাহিম। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ফাহিম নামের এক কিশোর তার নানিকে নিজ হাতে হত্যা করেছে। হত্যার পর ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ওই কিশোর সাজিয়েছে নাটক। 

শনিবার ভোরে শহরের হারুয়া পুরাতন ফায়ার সার্ভিস রোড এলাকায় ৭৫ বছরের জয়নব জান বিবিকে হত্যা করে ফাহিম। কিশোরগঞ্জ শহরের আজিমউদ্দিন হাইস্কুলের নবম শ্রেণির এই শিক্ষার্থীর বয়স ১৫ বছর।

এ ঘটনায় মায়ের খোঁজ নিতে এসে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন মানিক (৪০)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, নিয়মিত পড়াশোনা না করা, স্কুলে না যাওয়াসহ অন্যান্য কারণে নানি নিয়মিত ফাহিমকে শাষন করত। কখনো কখনো বকাঝকাও করত। পুলিশ বলছে, এসব ঘটনায় ক্ষুব্ধ হয়েই ফাহিম তার নানিকে হত্যা করেছে।

নিহত জয়নব জান বিবি জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। জেলা শহরের হারুয়া পুরাতন ফায়ার সার্ভিস রোডের বাসায় নানির সঙ্গে থাকত ফাহিম।

এ ঘটনার পর একদল সশস্ত্র মুখোশধারী এ ঘটনা ঘটিয়েছে বলে নাটক সাজায় ফাহিম। সে নিজে এ সময় খাটের নিচে পালিয়ে আত্মরক্ষা করে বলেও প্রচার চালায়। জয়নব জান বিবির মরদেহও খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ।

মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ প্রসাশনেও তোলপাড় সৃষ্টি হয়। পরে মূল ঘটনা বেরিয় আসে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদফা থানায় ডেকে পাঠায় পুলিশ। অবশেষে রোববার সন্ধ্যায় মুখ খোলে ফাহিম। পুলিশ হেফাজতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে জানায়, নানিকে নৃশংসভাবে হত্যা এবং মামাকে গুরুতর জখম করার চাঞ্চল্যকর কাহিনী।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ফাহিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে- লেখাপড়ায় তাগাদা দেয়া নিয়ে রাগারাগির জেরে সে নানিকে শাবল ও ফল কাটার বার্মিজ অস্ত্রের আঘাতে খুন করে।

তিনি আরো বলেন, পরে তার মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখে। জয়নব জান বিবির স্কুলশিক্ষক ছেলে দেলোয়ার হোসেন মানিক নিজের বাসা থেকে বোনের বাসায় গিয়ে মায়ের খবর নিতে দরজায় কড়া নাড়েন। সে সময় দরজা খুলেই ফাহিম মামার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

রোববার বিকেলে নিহত জয়নব জান বিবির বড় ছেলে আব্দুর রউফ বাদি হয়ে ফাহিমকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর