Alexa নানার বাড়ি বেড়াতে এসে লাশ হলো আনিকা

নানার বাড়ি বেড়াতে এসে লাশ হলো আনিকা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৫৫ ৬ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে নানার বাড়ি বেড়াতে এসে নিখোঁজের একদিন পর শিশু আমেনা খাতুন আনিকার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সকালে জেলা শ্রীবরদীর বরইকুচিতে নানার বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু শেরপুরের চরশেরপুর নিজপাড়ার আমির আলীর মেয়ে।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নূর উদ্দিন জানান, নানার বাড়িতে বেড়াতে আসা আনিকা বৃহস্পতিবার বিকেলে হাতের ময়লা পরিষ্কার করতে পুকুরে যায়। এ সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন আনিকাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে আনিকার মরদেহ উদ্ধার করে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ