Alexa নানাবাড়ি যাওয়া হলো না সাদিয়ার

নানাবাড়ি যাওয়া হলো না সাদিয়ার

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:১২ ১২ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জে উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

নিহতরা হলেন- ওই উপজেলার উত্তর জোড়খালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে সাদিয়া এবং গুনারীতলা ইউপির নিশ্চিন্তপুরের সুলতান উদ্দিনের ছেলে রিয়াদ মাহমুদ।

আহতরা হলেন- ইব্রাহীম, আশা, লিমন, আলমগীর হোসেন, সাব্বির, ও সিফাত।

মাদারগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মা-ভাইয়ের সঙ্গে মিলন বাজার থেকে বাকুরচরে নানাবাড়িতে যাচ্ছিলো শিশু সাদিয়া। জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই ঘটনায় সাতজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রিয়াদ মারা যান।

ডেইলি বাংলাদেশ/এআর