Alexa নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু

নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২২ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই উপজেলার বালিথুবা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু সিয়াম চাঁদপুর শহরের মধ্য শ্রীরামদী এলাকার রুবেল মিয়ার ছেলে।

রুবেল মিয়া জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি গেছে সিয়াম। সকালে সবার অগোচরে সে পুকুর ঘাটে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে খুঁজতে শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরে তাকে অচেতন অবস্থায় ভাসতে দেখা যায়। পরে সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর