Alexa নাটোর চিনিকলে আখ মাড়াই শুরু

নাটোর চিনিকলে আখ মাড়াই শুরু

নাটোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:৪৩ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোর চিনিকলের ৩৬তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। নতুন মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৩ হাজার টন।

শুক্রবার বিকেলে নতুন মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।
 
এমপি বলেন, জনগণের কল্যাণে ভর্তুকি দিয়েও চিনিকলে স্বাস্থ্যসম্মত চিনি উৎপাদন অব্যাহত রেখেছে সরকার। পাশাপাশি আখ চাষিদের স্বার্থ সংরক্ষণে ন্যায্যমূল্যে আখ ক্রয় করছে। তাই লক্ষ্যমাত্রা পূরণে চাষিদেরও চিনিকলে আখ সরবরাহ করে সরকারকে সহায়তা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর চিনিকলের জিএম (কৃষি) মো. রুস্তম আলী, এমডি এ.এফ.এম জিয়াউল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর