Alexa নাটোরে ফেনসিডিলসহ আটক তিন

নাটোরে ফেনসিডিলসহ আটক তিন

নাটোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:২২ ১৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে ৩১০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাটের জুয়েল আহম্মেদ, তার স্ত্রী আসমা খাতুন, নাটোরের সিংড়ার তুহিন ইসলাম।

বুধবার দুপুরে ওই উপজেলার কাচিকাটা বাজার তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস.এম জামিল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাচিকাটা বাজারে অভিযান চালিয়ে ৩১০ বোতল ফেনসিডিল, পাঁচটি মোবাইল, ১০ হাজার টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর