Alexa নাটোরে দুই নারীর মরদেহ উদ্ধার

নাটোরে দুই নারীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২০ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:১৭ ৯ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের দুই উপজেলা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

সোমবার বাগাতিপাড়ার জয়ন্তীপুর ও লালপুরের চংধুপইল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া থানার ওসি আব্দুল মতিন জানান, বাগাতিপাড়ার জয়ন্তীপুরে রেহেনা নামের এক বৃদ্ধার চিৎকার শুনে আসেন স্থানীয়রা। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যেতে দেখেন তারা। তারা ঘরে প্রবেশ করে ওই নারীকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখেন। তাৎক্ষণিক থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে। 

অপরদিকে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, স্বেচ্ছাসেবী আনছার সদস্য সাবিনা মঙ্গলবার রাতে পূজোর দায়িত্ব শেষে বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে নিজ বাড়ি থেকে সাবিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় নিহতের স্বামী সাহিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান দুই থানার ওসি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ/টিআরএইচ