Alexa নাটোরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আঙ্গুরা খাতুন

নাটোরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আঙ্গুরা খাতুন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:১৫ ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২০:৫১ ১০ ডিসেম্বর ২০১৯

আঙ্গুরা খাতুন

আঙ্গুরা খাতুন

নাটোরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন গুরুদাসপুরের বৃ-চাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঙ্গুরা খাতুন।

৮ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

আঙ্গুরা খাতুন ২০১৮ সালে গুরুদাসপুর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের মায়ের মত আচরণ করি। প্রতিটি শিক্ষার্থীর ভালবাসা আমাকে এ অর্জন এনে দিয়েছে।

আঙ্গুরা খাতুন শুধু শিক্ষক নন, সাহিত্যিক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তার লেখা আটটি উপন্যাস ও কবিতার বই এরই মধ্যে প্রকাশিত হয়েছে। আরো চারটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর